ফেরা
সব পাখি দিন শেষে নীড়ে আসে ফিরে
ঘরময় ভালোবাসা রয়েছে যে ঘিরে ।
কিছু পাখি দল ছেড়ে দূরে চলে যায়
জানেনি কেউ অবেলায় কেন এ বিদায় ।
সব পাখি দিন শেষে নীড়ে আসে ফিরে
ঘরময় ভালোবাসা রয়েছে যে ঘিরে ।
কিছু পাখি দল ছেড়ে দূরে চলে যায়
জানেনি কেউ অবেলায় কেন এ বিদায় ।